এই নারগুন ইউনিয়নটি ঠাকুরগাও শহর থেকে প্রায় ০৩কি:মি: দক্ষিণে অবস্থিত। এই ইউনিয়নটি ঠাকুরগাও সদর নিকটে অবস্থিত। ঠাকুরগাও বিজিবি ক্যাম্প থেকে প্রায় ১৫মিনিট যেতে সময় লাগে, যাওয়ার ব্যবস্থা অতি সহজ, কারণ এই ইউনিয়টিতে যেতে হলে সম্পূর্ণ পাকা রাস্তা দিয়ে যেতে হবে। আর এই ইউনিয়নে পৌছাতে হলে যে কোন অটো রিক্সা, ভেন,মটরসাইকেল বা চার চাকা বিশিষ্টি যে কোন গাড়ি নিয়ে যাওয়া অতি সহজ।
১। ইউনিয়নের সীমানা:
পূর্বে জগন্নার্থপুর ও বেগুনবাড়ী ইউনিয়ন(বড় খোচাবাড়ী+দৌলতপুর), পশ্চিমে মোহাম্মদপুর ইউনিয়ন, উওরে ঠাকুরগাঁও পৌরসভা ও জগন্নার্থ পুর ইউনিয়ন, দক্ষিনে ১৯নং বেগুন বাড়ী ইউনিয়ন।
২। ইউনিযন পরিষদ স্থাপন কাল ১৯৬২ ইং।
৩। ইউনিয়নের আয়তন ২৭.৬৮ বর্গ কিলেমিটার ।
৪। মৌজার সংখ্যা =৯ টি ।
৫। গ্রামের সংখ্যা = ১০ টি।
৬। হাট বাজারের সংখ্যা ৩টি ।
৭। শিক্ষা প্রতিষ্টান :-
ক) সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৫টি ।
খ) মাধ্যমিক বিদ্যালয় ৭টি ।
গ)মাদ্রাসা ৩টি ।
৮। খোয়ার ৬টি।
৯। কবর স্থান ২৪ টি ।
১০। শ্মশান ঘাট ১০ টি ।
১১। কাঁচা রাস্তা = ৭৪ কি.মি.।
১২। পাকা রাস্তা= ২১ কি.মি.।
১৩। মসজিদ = ৩৬ টি ।
১৪। মন্দির = ১০ টি ।
১৫। গীর্জা = ০৩ টি।
১৬। জনসংখ্যাঃ- ২৩,৫৪৩ জন ।
ক) পুরুষ- ১২,৫৪৭ জন।
খ) নারী - ১০৯৯৬ জন।
গ) দরিদ্র ৮০%।
ঘ) শিক্ষার হার
পুরুষ-৭৪%।
নারী ৮৫%।
১৭। মোট জমি ৩৬০০.৪৫ হেক্টর।
ক) এক ফসলী - ৫৭৫ হেক্টর।
খ) দু ফসলী - ২০২৫ হেক্টর ।
গ) তিন ফসলী - ৯৬৫ হেক্টর।
ঘ) পতিত জমি –৩৬.৪৫ হেক্টর।
১৮। পুকুরের সংখ্যাঃ ৩টি ।
ক) উওর বোচাপুকুর গুচ্ছগ্রাম মোজাপুকুর।
খ) উওর বোচাপুকুর পাটকিয়া পুকুর(খাস)।
গ)পূর্ব নারগুন রাঙামাটি পুকুর (খাস)।
১৯। নলকূপের সংখ্যাঃ-
ক) গভীল - ১৬টি।
খ) অগভীর -২০২৫ টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস