Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নারগুন ইউনিয়নের ইতিহাস

নারগুন ইউনিয়নের ইতিহাস

অত্র ইউনিয়ন পরিষদ ১৯৭৩ সনে গঠিত হয় । ১৬ নং  নারগুন ইউনিয়ন পরিষদ ভবনের জমির দাতা  ভবনটি নির্মানের জন্য জমি দান করেন। ঐসময়ে ইউনিয়ন এর চেয়ারম্যান কে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। ১৯৭৩ সালেপাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবীঘোষণা করা হয় এবং মরহুম আজগর আলী প্রথম গ্রাম প্রেসিডেন্ট হন এবং দীর্ঘ দিন যাবত চেয়ারম্যান ছিলেন।তারপর জনাব মো: পয়গাম আলী চেয়ারম্যান হন। ১৯৯৮ সন হতে বর্তমান পর্যন্ত চেয়ারম্যান জনাব মো: পয়গাম আলী নির্বাচিত হয়ে আসতেছেন। বর্তমানে ৯টি ছোট বড় গ্রামমিলিয়েই ১৬ নং নারগুন ইউনিয়ন পরিষদ গঠিত।